Loading...

gangarampur-girls-school-logo

Gangarampur Girls High School

Gangarampur, Shalikha, Magura-7632. EIIN No- 118081, School Code - 7176

Latest: 08/10/2024 দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা ২০২৪ এর সময়সূচি 17/05/2024 গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ২০২৪ সালের এসএসসি (SSC) ফলাফল। (A+: 6, A : 18, A- : 1) 28/12/2023 ৩১ ডিসেম্বর ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হবে 16/12/2023 অষ্টম ও নবম শ্রেণির ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল 04/12/2023 সাবেক সভাপতি বাবু স্বপন চক্রবর্তীর পরলোক গমনের জন্য পাঠদান বন্ধ

Institute Overview

Gangarampur Girls High School is an educational establishment that is located at Gangarampur Horitala Shalikha Magura. Its Educational Institute Identification Number or EIIN is 118081. On 01 January, 1972, it was first put into operation. It is a Girl's sort of co-educational program. The institution provides education in the following fields:, Humanities. Its MPO number is 5703051302. It operates on Day shift(s). Its management is Managing. Its recognition is Recognized by the government and the recognition level is Secondary. The school/college has MPO level with MPO number 5703051302 and the MPO type is Yes. Gangarampur Girls High School is under Jessore Education Board.

গঙ্গারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় হল একটি শিক্ষা প্রতিষ্ঠান যা গঙ্গারামপুর হরিতলা শালিখা মাগুরায় অবস্থিত। এর এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা EIIN হল 118081। 01 জানুয়ারী, 1972 সালে, এটি প্রথম চালু করা হয়েছিল। এটি একটি মেয়েদের সহ-শিক্ষামূলক প্রোগ্রাম। প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ক্ষেত্রে শিক্ষা প্রদান করে:, মানবিক। এর এমপিও নম্বর হল 5703051302। এটি দিনের শিফটে কাজ করে। এর ব্যবস্থাপনা হচ্ছে ম্যানেজিং। এর স্বীকৃতি সরকার কর্তৃক স্বীকৃত এবং স্বীকৃতি স্তরটি সেকেন্ডারি। স্কুল/কলেজের এমপিও লেভেলের এমপিও নম্বর 5703051302 এবং এমপিওর ধরন হ্যাঁ। গঙ্গারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় যশোর শিক্ষা বোর্ডের অধীনেিওর ধরন হ্যাঁ। গঙ্গারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় যশোর শিক্ষা বোর্ডের অধীনে।

তরফদার মাকছুদার রহমান (ডলার)

সভাপতি

বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষার মান উন্নয়ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। মেধা আপনার সন্তানের, একে বিকশিত করার দায়িত্ব গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। শিক্ষার পাশাপাশি আপনার সন্তানের শরীর চর্চা, আচার-আচরণ, কথা বার্তা ও নীতি নৈতিকতার শিক্ষা প্রদানে গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ,শিক্ষক/কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী উভয়ের মধ্যে একটি পরিবারের মত মিলবন্ধন অটুট। যা অনেককে আকৃষ্ট করেছে। আর এজন্য ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি গর্ববোধ করি। প্রত্যাশা রইল এই বিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রীরা বিশ্বয়নের যুগে সমস্থ চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলবে এবং আলোকিত দেশ গঠনের তাদের ভূমিকা খাকবে।

আল্লাহ আমাদের সহায় হোন।

তাহেরা খাতুন

( প্রধান শিক্ষক )

মানব সৃষ্টির শুরু থেকে সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে সভ্য মানব সমাজ সৃষ্টির প্রয়াসে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষিত সমাজ গঠনের জন্য মেয়েদের শিক্ষিত হওয়া গুরুত্বপূর্ণ। তাইতো নেপোলিয়নের প্রখ্যাত উক্তি তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। জ্ঞানবিজ্ঞান তথ্যপ্রযুক্তির চরম সীমায় যখন গোটা পৃথিবী, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশ যখন চলমান তখন গংগারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ক্ষুদ্রগণ্ডি থেকে আমাদের শিক্ষার্থীরাও উন্নয়নে অংশ গ্রহণ করতে চাই।

আল্লাহ আমাদের সহায় হোন।